• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:২১:২০ (31-Jan-2026)
  • - ৩৩° সে:
পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ৪১ সন্ত্রাসী নিহত

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ৪১ সন্ত্রাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে বেলুচিস্তানে সেনাবাহিনীর অভিযানে অন্তত ৪১ সন্ত্রাসী নিহত হয়েছে। নিহতরা ভারত সমর্থিত ফিতনা আল খারেজি ও ফিতনা আল হিন্দুস্তানের সদস্য বলে জানিয়েছে সেনাবাহিনী।শুক্রবার এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী অধিদপ্তর (আইএসপিআর) এই তথ্য নিশ্চিত করছে। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।আইএসপিআর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলুচিস্তানে হারনাই ও পাঞ্জগুর জেলায় দুটি আলাদা অভিযান চালানো হয়। এসময়, সন্ত্রাসীদের গোপন আস্তানা লক্ষ্য করে হামলা চালায় নিরাপত্তাবাহিনী। পরে সন্ত্রাসী পাল্টা হামলা চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে।ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের পর সেগুলো ধ্বংস করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।