• ঢাকা
  • |
  • বুধবার ১০ই পৌষ ১৪৩২ রাত ০৯:৪৯:১০ (24-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

গাজীপুর-৩ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

গাজীপুরের  (শ্রীপুর) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মো. জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।২৪ ডিসেম্বর বুধবার বিকেলে শ্রীপুর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ফাতেমা তুজ জোহরার কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা নায়েবে আমীর মো. আব্দুল হাকিম, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, শ্রীপুর উপজেলা আমীর মাওলানা নুরুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি আবুল কালাম আজাদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শ্রীপুর উপজেলা সভাপতি হাবিবুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ।মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন,“গাজীপুর-৩ আসনের মানুষ দীর্ঘদিন ধরে ন্যায়বিচার, সুশাসন ও প্রকৃত জনকল্যাণমূলক রাজনীতি থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে কোরআন ও সুন্নাহভিত্তিক ন্যায়নীতি অনুসরণ করে এলাকার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করব। দুর্নীতিমুক্ত প্রশাসন, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান সৃষ্টি আমার অগ্রাধিকার হবে।”তিনি আরও বলেন, “এই নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, তাহলে জনগণ অবশ্যই নৈতিকতা ও আদর্শের পক্ষে রায় দেবে বলে আমি বিশ্বাস করি।”এ সময় উপজেলা নির্বাচন অফিসের বাইরে প্রায় পাঁচ শতাধিক জামায়াত ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।