• ঢাকা
  • |
  • সোমবার ২৬শে কার্তিক ১৪৩২ বিকাল ০৪:২১:২০ (10-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

উত্তরায় ট্রান্সকম ডিজিটালের শোরুম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরা খালপাড়ে নতুন শোরুম উদ্বোধন করেছে দেশের শীর্ষস্থানীয় প্রিমিয়াম ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খুচরা বিক্রেতা ট্রান্সকম ডিজিটাল।৯ নভেম্বর রোববার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো. শাহিদুল ইসলাম। এ সময় হেড অব বিজনেস মো. রাশেদুল ইসলামসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।নতুন শোরুমে গ্রাহকরা পাবেন বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের পাঁচ হাজারেরও বেশি পণ্য, পাশাপাশি ট্রান্সকমের নিজস্ব ব্র্যান্ড ট্রান্সটেক-এর বিভিন্ন পণ্যও থাকবে। ট্রান্সটেক ব্র্যান্ডের মূল প্রতিশ্রুতি— ‘গ্লোবাল টেকনোলজি অ্যাট লোকাল প্রাইস।’উদ্বোধনী অনুষ্ঠানে হেড অব বিজনেস মো. রাশেদুল ইসলাম বলেন, ‘ট্রান্সকম ডিজিটাল গত তিন দশক ধরে আসল পণ্য ও নির্ভরযোগ্য সেবার নিশ্চয়তা দিয়ে গ্রাহকদের আস্থা অর্জন করেছে। উত্তরা রাজধানীর অন্যতম প্রাণবন্ত ও প্রযুক্তিবান্ধব অঞ্চল। এখানকার গ্রাহকদের কাছে বিশ্বমানের প্রযুক্তি ও সেবা পৌঁছে দিতে আমরা আনন্দের সঙ্গে নতুন শোরুম চালু করেছি।’বর্তমানে ট্রান্সকম ডিজিটালের রাজধানী ও বিভিন্ন জেলায় একাধিক শোরুম রয়েছে, যেখানে গৃহস্থালি ইলেকট্রনিক্স থেকে শুরু করে অত্যাধুনিক স্মার্ট টেকনোলজির পণ্য পর্যন্ত সবই পাওয়া যায়।