• ঢাকা
  • |
  • রবিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৭:২০:০৮ (23-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

পুঁজি হারানোর শঙ্কা, ‘কপাল পুড়ছে’ ৫ ব্যাংকের শেয়ারহোল্ডারদের

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন অনিয়মের অভিযোগে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচটি ব্যাংক একীভূত করে নতুন একটি ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, একীভূতের পর ওই পাঁচ ব্যাংকের আমানতকারীরা তাদের আমানত ফিরে পাবে, কিন্তু শেয়ারহোল্ডাররা নতুন ব্যাংকের কোনো শেয়ার পাবে না, এমনকি কোনো ক্ষতিপূরণও পাবে না। ফলে ব্যাংক পাঁচটি একীভূত হলে কপাল পুড়বে শেয়ারহোল্ডারদের।ব্যাংক ৫টি হলো— এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। এই পাঁচটি ব্যাংককে একীভূত করে ৩৫ হাজার কোটি টাকা মূলধনের একটি নতুন ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।নতুন ব্যাংকের শেয়ার পাবে না শেয়ারহোল্ডাররা, এমনকি কোনো ক্ষতিপূরণও পাবে না— এমন সিদ্ধান্তের ফলে পুঁজি হারানোর শঙ্কায় চরম উদ্বিগ্ন তারা।বিশ্লেষকরা বলছেন, পাঁচ ব্যাংকের মোট শেয়ার সংখ্যা প্রায় ৫৮২ কোটি। ফেসভ্যালু হিসেবে এসব শেয়ারের মূল্য দাঁড়ায় পাঁচ হাজার ৮২০ কোটি টাকা। তবে গত ৬ নভেম্বর এই ব্যাংকগুলোর শেয়ার লেনদেন স্থগিত রয়েছে। সেদিনের হিসেবে ওই ব্যাংকগুলোর মোট শেয়ারের বাজার দর ছিল এক হাজার ৩২৯ কোটি টাকা, যা একীভূত হওয়ার পর ‘শূন্য’ হয়ে যাবে। ফলে ওই ব্যাংকগুলোর শেয়ারহোল্ডারদের তাদের পুঁজির পুরোটাই হারাতে হচ্ছে, যা অন্যায়। শেয়ারহোল্ডাররা ক্ষতিগ্রস্ত হয়— এমন কঠোর নীতি থেকে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ (বিএসইসি) সংশ্লিষ্ট রেগুরেটরদের বেরিয়ে আসার পরামর্শ দেন তারা।