মায়ের পা ধুয়ে শ্রদ্ধা প্রদর্শন করলো আল-হেরা ইন্টারন্যাশনালের শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক: সিদ্ধিরগঞ্জের আল-হেরা ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা তাদের স্ব স্ব মায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে এক কর্মসূচি পালনের মধ্য দিয়ে। ২৫ নভেম্বর মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা নিজ হাতে তাদের মায়ের পা ধুয়ে দেয়ার মাধ্যমে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাদের মধ্যে যেন মাতৃ-পিতৃ ভক্তি ও শ্রদ্ধা বিরাজ করে সেই শপথ গ্রহণ করেছে।কর্মসূচি পালনের প্রাক্কালে অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রতিষ্ঠাতা ও দৈনিক ইনকিলাবের সিনিয়র সাব এডিটর মোহাম্মদ আবদুল অদুদ। প্রধান অতিথি ছিলেন বি. ট্রান্সপোর্টের চেয়ারম্যান ও স্কুলের উপদেষ্টা আলহাজ মো. বেল্লাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় নিরিবিলি কমপ্লেক্সের চেয়ারম্যান ও পূর্ব সাহেবপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক সহিদুল হক খান ঝন্টু।স্কুলের প্রতিষ্ঠাতা সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ বলেন, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার স্কুলগুলোতে শিক্ষার্থীদের মধ্যে মাতৃ-পিতৃ ভক্তি ও শ্রদ্ধা তৈরির নিমিত্তে এ ধরনের কর্মসূচি পালিত হয়, যার ফলে এখন পর্যন্ত ইন্দোনেশিয়ায় কোনো বৃদ্ধাশ্রম গড়ে ওঠেনি। আমাদের দেশেও এ ধরনের কর্মসূচি পালিত হওয়া প্রয়োজন। তিনি বলেন, আল-হেরা ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা আজ যে উদাহরণ সৃষ্টি করেছে, তা সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।প্রধান অতিথি আলহাজ্ব মো. বেল্লাল হোসেন বলেন, ব্রিটিশ কাউন্সিল থেকে এ্যাওয়ার্ড ও কবি নজরুল স্বর্ণস্মারক প্রাপ্তিসহ আল-হেরা ইন্টারন্যাশনাল স্কুলের রয়েছে অনেক গুরুত্বপূর্ণ অর্জন। আর আজকের অনুষ্ঠানটি আরেকটি নতুন অর্জন। আমি স্বচক্ষে দেখেছি, শিশুদের আনন্দদানের মাধ্যমে পাঠদানে আল-হেরা অনন্য। আমরা এই স্কুলের উত্তরোত্তর সাফল্য কামনা করি।বিশেষ অতিথি সহিদুল হক খান ঝন্টু বলেন, শিক্ষার্থীরা যেন ভালো ছাত্র হওয়ার পাশাপাশি সুসন্তান হিসেবে গড়ে ওঠে পিতা-মাতার মুখ উজ্জ্বল করতে পারে, দীর্ঘমেয়াদে তারা যেন বাবা-মায়ের প্রতি অনুগত থাকে, সেজন্য আল-হেরা ইন্টারন্যাশনাল স্কুলে এ ধরনের কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সহপাঠক্রমিক কার্যক্রম পরিচালনা করে থাকেন স্কুলটির প্রতিষ্ঠাতা ও কোটা সংস্কার আন্দোলনের রূপকার মোহাম্মদ আবদুল অদুদ।