• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩২ রাত ০২:০৯:১৫ (04-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

তালায় খাদ্যবান্ধব ডিলারকে মারধর, যুবক গ্রেফতার

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারকে মারধর, দাড়ি টেনে ছিঁড়ে ফেলা, নগদ টাকা ছিনতাই ও দোকানে ভাঙচুরের অভিযোগে আশরাফুজ্জামান (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।৩ নভেম্বর সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কদমতলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পাটকেলঘাটা থানা পুলিশ। গ্রেফতার আশরাফুজ্জামানের পিতা নুর ইসলাম গাজী।এলাকাবাসী জানান, আশরাফুজ্জামান এর আগে ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন এবং স্থানীয়ভাবে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে তার নাম জড়িত ছিল।সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির কুমিরা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ডিলার শেখ হাফিজুর রহমান জানান, গত ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে ইউনিয়ন পরিষদের সামনে অবস্থিত তার প্রতিষ্ঠান ‘মেসার্স শেখ ট্রেডার্স’-এ চাউল বিতরণ চলছিল। এসময় আশরাফুজ্জামান একটি ভুয়া কার্ড দেখিয়ে চাউল নিতে চাইলে কার্ডে চেয়ারম্যান ও মেম্বারের স্বাক্ষর না থাকায় তিনি তা দিতে অস্বীকৃতি জানান।এতে ক্ষুব্ধ হয়ে আশরাফুজ্জামান প্রথমে হাফিজুর রহমানকে এলোপাতাড়ি মারধর করেন, মুখের দাড়ি টেনে ছিঁড়ে ফেলেন এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। পরে দোকানের চেয়ার-টেবিল ভাঙচুর করে ড্রয়ারে থাকা চাউল বিক্রির নগদ ৩০ হাজার ৫০০ টাকা নিয়ে যান। বাধা দিলে হাফিজুর রহমানের হাতে থাকা মোবাইল ফোন ছুড়ে ফেলে ভেঙে দেন, এতে প্রায় ৫ হাজার টাকার ক্ষতি হয়।ঘটনাটি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা ব্যর্থ হলে হাফিজুর রহমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ৩ নভেম্বর গভীর রাতে আশরাফুজ্জামানকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আশরাফুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।