• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই পৌষ ১৪৩২ বিকাল ০৩:৩১:০১ (25-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

শ্রীপুরে বড়দিন উদযাপন, ভক্তদের প্রার্থনা ও আনন্দের জোয়ার

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি: যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে সারা বিশ্বের মতো গাজীপুরের শ্রীপুরে খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘বড়দিন’ অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে।২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল থেকেই শ্রীপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড এবং এর পার্শ্ববর্তী এলাকার গির্জাগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় খ্রিষ্টধর্মাবলম্বীরা নতুন পোশাকে সজ্জিত হয়ে দলে দলে গির্জায় সমবেত হন।এদিন সকালে বিশেষ প্রার্থনার মাধ্যমে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় বিশ্ব শান্তি, দেশের সমৃদ্ধি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।​উৎসব উপলক্ষে শ্রীপুরের গির্জা এবং খ্রিস্টান পল্লীগুলোকে বর্ণিল আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি ও বেলুন দিয়ে দৃষ্টিনন্দনভাবে সাজানো হয়েছে। যিশু খ্রিস্টের জন্মের সেই স্মৃতিকে স্মরণ করতে গির্জার আঙিনায় তৈরি করা হয়েছে প্রতীকী গোশালা। বড়দের পাশাপাশি শিশুদের মাঝেও দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস।​উৎসবস্থলে আসা স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছরের মতো এবারও তারা শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বড়দিন পালন করছেন। প্রশাসনের পক্ষ থেকে গির্জাগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যা তাদের উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।