• ঢাকা
  • |
  • বুধবার ২০শে কার্তিক ১৪৩২ রাত ০৩:০১:০৭ (05-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

শ্রীপুরে ৬২ বছর বয়সী বৃদ্ধকে পিটিয়ে জখম থানায় অভিযোগ

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : ​গাজীপুরের শ্রীপুরে জোরপূর্বক জমি বেদখল করার চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন ও হামলার অভিযোগে হুমায়ুন মোড়ল গংদের বিরুদ্ধে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোস্তফা। জমি দখলে বাধা দিতে গেলে মারামারির ঘটনা ঘটে, এতে জমির মালিকসহ কয়েকজন আহত হয়েছেন।মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া মোড়ল মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।​​স্থানীয় ভুক্তভোগী মোস্তফার অভিযোগ অনুযায়ী, হুমায়ুন মোড়ল গংরা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জমি দখলে নিয়ে মোটা অঙ্কের বিনিময়ে অন্যত্র বিক্রি করে দেওয়ার পাঁয়তারা করে আসছিলেন। ​এজন্য তারা ষড়যন্ত্র, ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন।​মঙ্গলবার সকালে হুমায়ুন মোড়লের লোকজন জমি দখলে নিয়ে সীমানা প্রাচীর তৈরি করার কাজ শুরু করলে জমির প্রকৃত মালিকসহ ভুক্তভোগীরা বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে এবং জমির প্রকৃত মালিকসহ কয়েকজন আহত হন।​আহতদের প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।​​এ ঘটনায় মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের ভুক্তভোগী মোস্তফা বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।এ ঘটনায় অভিযুক্ত হুমায়ুন মড়ল বলেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের মধ্যে ঝামেলা চলছে মারামারির ঘটনায় আমিও আহত হয়েছি উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দিন মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছি। ​শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বারিক জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে গত ব্যবস্থা নেয়া হবে।