• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে কার্তিক ১৪৩২ রাত ০৩:১৮:৪৮ (08-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

মাছ খাওয়ার জেরে বিড়ালের গলা কেটে হত্যা, গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার, বগুড়া: বগুড়ার আদমদীঘি উপজেলায় মাছ খেয়ে ফেলার জেরে একটি বিড়ালের গলা কেটে হত্যার অভিযোগে বুলবুলি বেগম নামে এক মহিলাকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত বুলবুলি বেগম (২৬) আদমদীঘি উপজেলার দত্তবাড়িয়া গুচ্ছগ্রামের বাসিন্দা। ৭ নভেম্বর শুক্রবার বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আইনি অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করেছে পুলিশ।কয়েকদিন আগে এক মহিলা একটি বিড়ালকে নির্মমভাবে গলা কেটে হত্যার পর ফেলে রেখেছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। অসংখ্য মানুষ এমন নিষ্ঠুরতার জন্য অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। এই নির্মমতার প্রতিবাদে সরব হয় বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।সংগঠনটির সদস্য এমরান হোসেন গত বুধবার অভিযুক্ত বুলবুলি বেগমের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক  তারেক রহমানের দৃষ্টিগোচর হলে তিনি বিষয়টি নিয়ে অত্যন্ত মর্মাহত হন এবং উদ্বেগ প্রকাশ করেন। অতঃপর তার নির্দেশনায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে থানায় অভিযোগ দায়ের করা হয়।বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদ জানান, ‘আমরা প্রতিটি প্রাণের প্রতি করা নির্মমতার বিরুদ্ধে লড়ে চলেছি। যে সুন্দর ও নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে, আমরা প্রাণীদের সংরক্ষণে সেই চেতনাই ধারণ করে কাজ করে চলেছি। শুধু এই বিড়াল হত্যাকারী নয়, আমাদের দাবি দেশের প্রতিটি প্রাণী নির্যাতনের যেন সুষ্ঠু বিচার হয়, আইনি প্রক্রিয়া যেন যথোপযুক্তভাবে পালন করা হয়। কারণ প্রাণীদের প্রতি এমন নির্মম আচরণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক অবক্ষয় এবং প্রকৃতিকেও এক ভয়াবহ ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।’