• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৩:৫৬:০৪ (11-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

বিশ্ব মানবাধিকার দিবসে দাবি আদায়ে উর্দুভাষীদের মানববন্ধন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে বিশ্ব মানবাধিকার দিবসে যৌক্তিক দাবি নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সৈয়দপুর উর্দুভাষী ক্যাম্পের বাসিন্দারা।১০ ডিসেম্বর বুধবার সৈয়দপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সৈয়দপুর উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি মাজিদ ইকবাল।মানববন্ধনে বক্তব্য রাখেন ক্যাম্প উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, ক্যাম্প নেতা আজগার আলী, চান, মহিলা নেত্রী সানজিদা বেগম, দুলারী বেগম, বিন্দিয়া খাতুন প্রমুখ।সভায় আরও বক্তব্য দেন সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আক্তার, সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মুনতাকিম, ব্যবসায়ী রবিউল আউয়াল রবি। সভা পরিচালনা করেন ক্যাম্প নেতা আনোয়ার হোসেন।এসময় ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি মাজিদ ইকবাল বলেন, ২০০৮ সালে মহামান্য হাইকোর্টের রায়ে বাংলাদেশে বসবাসরত সকল উর্দুভাষী বাংলাদেশের নাগরিক। ওই রায়ের ভিত্তিতে উর্দুভাষী ক্যাম্পবাসী তাদের জাতীয় পরিচয়পত্র এবং ভোটাধিকার পায়। সেই ভোটাধিকার তারা স্থানীয় ও জাতীয় নির্বাচনে প্রয়োগ করে আসছে। কিন্তু দেশের উর্দুভাষীদের বড় অংশই ঢাকাসহ দেশের ৬টি জেলায় ১১৬টি ক্যাম্পে আধুনিক প্রায় সকল মৌলিক মানবিক সুযোগ সুবিধা ও অধিকার বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছে।