নোবিপ্রবিতে আন্তর্জাতিক ব্যবসা ও প্রযুক্তি বিষয়ক সেমিনার
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আন্তর্জাতিক ব্যবসা ও প্রযুক্তি বিষয়ক সেমিনার ‘ইন্টারন্যাশনাল কলোকুইয়াম অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিটিসি ২০২৫)’ ও এমআইএস ডে-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ১৭ ডিসেম্বর বুধবার বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রহুল আমিন অডিটোরিয়ামে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগ ও এমআইএস নেট এর যৌথ উদ্যোগে এই সেমিনার আয়োজিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ, এমআইএস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জিয়াউল হক, সহযোগী অধ্যাপক ড. এস কে হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক তন্ময় দে, ত্রিসা সাহা, মো. শাহরিয়ার সাতু, ইসরাত জাহান শিথি। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এমআইএস নেট'র সভাপতি ও সেমিনারের অর্গানাইজিং চেয়ার মো. আবু সাঈদ।আন্তর্জাতিক ব্যবসা ও প্রযুক্তি সেমিনারে কি-নোট স্পিকার উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোনের জোনাল হেড জনাব কাজী মোহাম্মদ জিয়াউল করিম, রবি আজিয়াটা লিমিটেডের সিনিয়র ম্যানেজার (মার্কেট অপারেশন) মো. মুনজুর মোর্শেদ, ওয়েব ফন্টেইনের প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসার দীপেশ বণিক, সিনেসিস আইটি পিএলসির হেড অব সফটওয়্যার ডেভেলপমেন্ট মইনুল ইসলাম, সোনালী ব্যাংক লিমিটেডের আইটি বিভাগের ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান নূর।ক্যারিয়ার, ব্যবসা এবং তথ্য প্রযুক্তির নেতৃবৃন্দকে একত্রিত করার লক্ষ্যে আয়োজিত দুইদিন ব্যাপী এই সম্মেলনের প্রথমদিনে এমআইএস ডে-২০২৫ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় বিজনেস আইডিয়া প্রতিযোগিতা, কেস প্রতিযোগিতা, দাবা, এক্সটেম্পোর স্পিচসহ বিভিন্ন বুদ্ধিবৃত্তিক প্রতিযোগিতা। সেমিনারে বিশেষজ্ঞ বক্তারা এসময় একাডেমিয়া ও শিল্পের সংযোগ ও সহযোগিতা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। যা সমসাময়িক সমস্যা এবং ব্যবসা, প্রযুক্তি ও তথ্য ব্যবস্থার উদীয়মান প্রবণতাগুলিকে মোকাবেলা করবে বলে আশা আয়োজকদের।অনুষ্ঠানে এমআইএস বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগ ও অনুষদের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, দেশ-বিদেশের গবেষক, একাডেমিশিয়ানরা অংশগ্রহণ করেন। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।