লালমনিরহাটে বাংলাদেশিকে আটকের ৮ ঘণ্টা পর ফেরৎ দিয়েছে বিএসএফ
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট হাতীবান্ধা সীমান্তে ঘাস কাটতে গিয়ে রবিনাশ নামে এক বাংলাদেশিকে আটকের আট ঘণ্টা পর ফেরৎ দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।১৭ সেপ্টেম্বর বুধবার এ ঘটনা ঘটে। রবি চন্দ্র রায় হাতীবান্ধা উপজেলার উত্তর বাড়াইপাড়া গ্রামের মৃত মনোরঞ্জন চন্দ্র রায়ের ছেলে। তিনি পেশায় একজন রংমিস্ত্রী বলে জানা যায়।হাতিবান্ধা থানার ওসি মাহমুদন্নবী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রবিনাশ ভারতীয় অংশে প্রবেশ করেছিলো। দুপুরে বিএসএফ আটকের পর রাত সাড়ে ৯টার দিকে বিজিবি-বিএসএফে পতাকা বৈঠকে ফেতৎ দেয়া হয়। রবি চন্দ্রের বিরুদ্ধে পাসপোর্ট আইনে বিজিবি অভিযোগ দিয়েছে। পাসপোর্ট আইনে প্রসিকিউশন দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।সীমান্ত সূত্রে জানা যায়, বুধবার দুপুর ২টার দিকে উপজেলার সিংগীমারী বিওপির এলাকার বড়াইপাড়া সীমান্ত পিলার ৮৯৫/৬ এস থেকে প্রায় ৫০ গজ ভিতরে প্রবেশ করে ঘাস কাটতে গেলে ভারতের গাছতলা ক্যাম্পের ১৫৭ বিএসএফ সদস্যরা রবি চন্দ্র রায়কে ধরে নিয়ে যায়।