• ঢাকা
  • |
  • সোমবার ১লা পৌষ ১৪৩২ রাত ১১:৫২:০৪ (15-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

বকশীগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময়

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।১৫ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় পৌর বিএনপির ৫ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা।মতবিনিময়কালে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতকে বিজয়ী করতে নেতা কর্মীদের দিকনির্দেশনা প্রদান করা হয়।এসময় পৌর বিএনপির সহসভাপতি হাছেন আলী, সহসভাপতি বেলাল মাস্টার, সাংগঠনিক সম্পাদক শাহজাহান পারভেজ শাহীন, সহ সাংগঠনিক সম্পাদক ভাটি সাইফুল, পৌর বিএনপির সদস্য ফিরোজ মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফিরুজ কবির, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি সুজন মিয়াসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।