অপ্রীতিকর ঘটনায় বাস ভাংচুরের ঘটনায় ঢাকা কলেজের সকল রুটে বাস চলাচল বন্ধ
ঢাকা কলেজ প্রতিনিধি : অপ্রীতিকর ঘটনায় ঢাকা কলেজের ২টি বাস ভাংচুর করায় আগামীকাল ১০ ডিসেম্বর থেকে সকল রুটের বাস চলাচল বন্ধ করার নির্দেশনা দিয়েছে কলেজ প্রশাসন।৯ ডিসেম্বর মঙ্গলবার ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, "একটি অপ্রীতিকর ঘটনায় কলেজের ২টি বাস ভাংচুর করায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কলেজের সকল রুটে বাসসমূহের চলাচল বন্ধ থাকবে। "উল্লেখ্য, ৯ ডিসেম্বর মঙ্গলবার ঢাকা কলেজের বিজয় ৭১ ও শঙ্খনীল নামক ২টি বাস ভাংচুরকে ঘিরে সকাল সোয়া ১১ টার দিকে গ্রীন রোড ও সাইন্সল্যাব এলাকায় সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও উত্তেজনা ছড়িয়ে পড়লে পরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।তবে এর ঠিক এক মাস আগে ৯ নভেম্বর ২০২৫ এ ঢাকা কলেজের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শান্তি চুক্তি। সেই বৈঠকে দুই কলেজের অধ্যক্ষ ও শিক্ষকরা ও নিউমার্কেট থানার পুলিশের কর্মকর্তাদের উপস্থিতিতে দুই কলেজের শিক্ষার্থীরা প্রতীকীভাবে পরস্পরকে গোলাপ দিয়ে বরণ করে নেয় এবং পরবর্তীতে সংঘর্ষে না জড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল এই দুই কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা।