• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে পৌষ ১৪৩২ রাত ০৮:০৮:৫০ (13-Jan-2026)
  • - ৩৩° সে:
সদরপুরে পদ্মা নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ অভিযান

সদরপুরে পদ্মা নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ অভিযান

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নের অংশ হিসেবে পদ্মানদীতে অবৈধভাবে নির্মিত বাঁধ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।১২ জানুয়ারি সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এ অভিযানে সদরপুর উপজেলার আকোটের চর ও নারিকেলবাড়িয়া ইউনিয়ন সংলগ্ন পদ্মানদীর তিনটি পৃথক স্থানে আড়াআড়িভাবে নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করা হয়।অভিযানে নেতৃত্ব দেন সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান। এ সময় আকোটের চর পুলিশ ফাঁড়ির একটি চৌকস দলসহ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, অবৈধ বাঁধের কারণে নদীর স্বাভাবিক জলপ্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং মাছের প্রজনন ও অবাধ চলাচলে বড় ধরনের বাধা সৃষ্টি হচ্ছে। নদীর পরিবেশ রক্ষা, মাছের বংশবিস্তার নিশ্চিতকরণ এবং মৎস্য আইন কার্যকর রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলেও তিনি জানান।এদিকে স্থানীয়রা অভিযানে সন্তোষ প্রকাশ করে নদী ও মৎস্য সম্পদ রক্ষায় প্রশাসনের আরও কঠোর ও নিয়মিত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।