• ঢাকা
  • |
  • বুধবার ১২ই অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৫:৩৮:৪৯ (26-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও পদর্শনীর উদ্বোধন

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ ও প্রদর্শনী উদযাপিত হয়েছে।এ উপলক্ষে ২৬ নভেম্বর বুধবার সকাল ১০টায় শ্রীপুর উপজেলা প্রশাসন ও  উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় খামারিদের নিয়ে র‍্যালিটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।শ্রীপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আশরাফ হোসেনের সভাপিতত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ, অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. গোলাম মুরশেদ মুরাদ। তাছাড়াও উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম, উপজেলা পল্ট্রি মালিক সমিতির সভাপতি ও দৈনিক ইনকিলাব শ্রীপুর সংবাদাতা আব্দুল মতিন, খামারি নাসির উদ্দিন মৃধাসহ উপজেলা বিভিন্ন স্তরের খামারিরা।প্রদর্শণীতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নানা জাতের দৃষ্টিনন্দন পশুপাখি আনা হয়েছে। সকাল থেকে বিভিন্ন শ্রেণির দর্শনার্থী প্রদর্শণী স্টলগুলো ঘুরে দেখেন। শিশুরা ভিড় করছে বিড়াল ও পাখির স্টলগুলোতে। প্রদর্শনীতে আনা হয়েছে উন্নত জাতের গরু মহিষ। ক্ষুদ্র আকারের ভুট্টি গরুও। দেশী বিদেশী বিড়াল কুকুর হাঁস মুরগী ও দেশীয় ভেড়া ছাগল নানা কবুতর পাখি।