অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে শ্রীপুরে মানববন্ধন
গাজীপুর (উত্তর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবের আয়োজনে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে সাংবাদিকরা মানববন্ধন করেছেন।২২ ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলা চত্বরের মূল ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।শ্রীপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বশির আহমেদ কাজলের সভাপতিত্বে, আজকের পত্রিকার শ্রীপুর প্রতিনিধি রাতুল মণ্ডলের সঞ্চালনায় সাংবাদিকরা বক্তব্য রাখেন।এ সময় তারা গণমাধ্যমের ওপর হামলা ও নিউ এইজ সম্পাদককে হেনস্তার তীব্র নিন্দা জানান। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। গণমাধ্যমের ওপর হামলা মানে দেশের সার্বভৌমত্বের ওপর হামলা। ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেফতারের দাবি জানান।