• ঢাকা
  • |
  • বুধবার ২০শে কার্তিক ১৪৩২ ভোর ০৪:১১:৫৩ (05-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

কেজিসি '৯৬ ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ অর্থ সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়াতে কেজিসি '৯৬ ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিবন্ধী বিদ্যালয়ে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।১ নভেম্বর শনিবার সন্ধ্যায় কেজিসি '৯৬ ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এ অর্থ সহায়তা প্রদান করা হয়।কুষ্টিয়া মিরপুর উপজেলায় অবস্থিত "পাহাড়পুর বাধাগ্রস্ত ( প্রতিবন্ধী) শিশু বিদ্যালয়" এর প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের জন্য ২০,০০০/- (বিশ হাজার টাকা) প্রধান শিক্ষিকার হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ- সভাপতি এনামুল হক ঝংকার, কোষাধ্যক্ষ ড. মিজানুর রহমান, সহ- সম্পাদক আল্লামা তানভীর শিশির, ড. শর্মিষ্ঠা হোসেন, আব্দুল কাইয়ুম মল্লিক, এনামুল হক, খোকনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।কেজিসি '৯৬ ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সাদিক রহমান বলেন, কেজিসি '৯৬ ফ্রেণ্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রিয় মাতৃভূমির নিজ জেলা কুষ্টিয়ার মানুষের জন্য কাজ করে যাবে, প্রতিবন্ধীসহ শিক্ষাবৃত্তি প্রদান, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, প্রতি রমজানে গরীব দুখিঃদের মাঝে ঈদসামগ্রী বিতরণ, চিকিৎসা সহায়তা প্রদানসহ জেলার উন্নয়নমূলক কাজে কেজিসি '৯৬ ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অংশ গ্রহণ করে থাকে।কেজিসি '৯৬ ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তাদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। পাশে থেকে সার্বিক সহযোগিতা করতে হবে। সেই চিন্তা-ভাবনা থেকেই আমরা প্রতিবন্ধীদের পাশে থাকতে চাই। পর্যায়ক্রমে অন্য প্রতিবন্ধীদেরও আর্থিক ও অন্যান্য সহযোগিতা করার ইচ্ছা আমাদের আছে। আমরা চাই তাদের মুখে হাসি ফুটে উঠুক।