• ঢাকা
  • |
  • শনিবার ২২শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ১০:১৯:৩৫ (06-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস লাইন বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৪

মাল্টিমিডিয়া রিপোর্টার : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পাঠাত্তা এলাকায় গভীর রাতে অবৈধ গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভাড়াটিয়া আলাউদ্দিনের পরিবারের দুই শিশু-সহ চারজন গুরুতর দগ্ধ হয়েছেন।সরেজমিনে গিয়ে জানা যায়, আজিম উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া আলাউদ্দিনের ফ্ল্যাটে দীর্ঘক্ষণ গ্যাস জমে থাকার পর হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের লোকজন ভয়ে ঘর থেকে বের হয়ে এসে আহতদের উদ্ধার করেন।দগ্ধ চারজন হলেন—আলাউদ্দিন (৩৫) তার মা জরিনা বেগম (৬৫) দুই শিশু কন্যা শিফা আক্তার (১৪) শিমলা আক্তার (৪)তাদের সবাইকে আশঙ্কাজনক অবস্থায় রাতেই রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, তাদের শরীরের উল্লেখযোগ্য অংশ পুড়ে গেছে, বর্তমানে তারা নিবিড় পরিচর্যায় রয়েছেন।এলাকাবাসী অভিযোগ করে বলেন, ফায়ার সার্ভিস কিংবা গ্যাসলাইন মিস্ত্রীরা এখনো ঘটনাস্থল পরিদর্শন করেনি। দ্রুত গ্যাস লিকেজের উৎস শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। তাদের ধারণা, রান্নাঘরের লাইনে দীর্ঘদিন ধরে লিকেজ থাকায় গ্যাস জমে বিস্ফোরণ ঘটে।আবার কেউ কেউ বলছেন, মোবাইল ফোন গলে যাওয়ার কারণে  মোবাইল বিস্ফোরণ থেকেও আগুন ছড়াতে পারে।স্থানীয়রা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে গ্যাসের চাপ কম থাকায় চুলা জ্বলে না এবং লিকেজের সমস্যা হরহামেশাই ঘটে। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়।ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, “গভীর রাতে দগ্ধদের দ্রুত বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত করা হবে।”