মান্দায় বেগম জিয়ার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও শোকসভা
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে তিনবারের তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।৫ জানুয়ারি সোমবার বিকেলে প্রসাদপুর ইউনিয়নের গাড়ীক্ষেত্র ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে এ দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে ৭নং প্রসাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডলের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ফরিদ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, সহ-সভাপতি ও ৮নং কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, সাধারণ সম্পাদক ও ৫নং গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক বেলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদল ও কুমার বিশ্বজিৎ, উপজেলা কৃষকদলের সভাপতি এমদাদুল হক সুলতান সহ-সভাপতি আব্দুল মান্নান।এছাড়াও উপস্থিত ছিলেন প্রসাদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম হোসেন খান, ইউনিয়ন যুবদলের সভাপতি সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক আল মামুন, ইউনিয়ন কৃষকদলের সভাপতি শাহিনুর ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।অনুষ্ঠান শেষে ধানের শীষ মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু বলেন, সকল ষড়যন্ত্র রুখে দিয়ে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে সকলের সমর্থন কামনা করেন।