টাঙ্গাইলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য: গড়বে আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে টাঙ্গাইল জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয় প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করা হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরিফা হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। উদ্বোধনী অনুষ্ঠানের পর সার্কিট হাউজ সম্মুখ থেকে ফেস্টুন, বেলুন ও পায়রা উড়িয়ে মানববন্ধন ও র্যালি শুরু করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে দুদক জেলা কার্যালয়ের উপপরিচালক মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল দুর্নীতি দমন কমিশন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ.এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর আলীম আল রাজী, সাধারণ সম্পাদক তরুণ ইউসুফ, সদস্য মৃণাল কান্তি রায়, প্রেসক্লাব সভাপতি এডভোকেট জাফর আহমেদসহ অন্যান্য অতিথিরা।এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য এবং সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।