• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩২ রাত ০২:০৯:১৪ (04-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ওরা এখনো জানে না বাবা মারা গেছে, ওরা জানে বাবা চকলেট নিয়ে আসবে

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ‘ওরা এখনো জানে না ওদের বাবা মারা গেছে, ওরা জানে ওদের বাবা চকলেট নিয়ে আসবে। বারবার জিজ্ঞেস করছে, বাবা কখন আসবে’কান্নাজড়িত কণ্ঠে আহাজারি করে কথাগুলো বলছিলেন রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাডের আঘাতে নিহত আবুল কালাম আজাদের (৩৫) স্ত্রী পিয়া আজাদ। স্বামীর স্মৃতিচারণ করে আবুল কালামের স্ত্রী বলেন, ‘আমার ছোট ছোট দুটি বাচ্চাকে কখনো সে অভাব বুঝতে দেয়নি। নিজে কষ্ট করেছে কিন্তু সন্তানদের প্রয়োজনে কখনো কম দামি জিনিস কিনেনি। সব সময় ভালো জিনিসপত্র বাচ্চাদের জন্য কিনেছে।নিহতের স্ত্রী শোকে আহাজারি করে বলেন, ‘এখন তো তাদের বাবা নেই, এখন আমার বাচ্চাদের কি হবে, কে দেবে ওদের ভরণপোষণ’।নিহত আবুল কালাম, স্ত্রী প্রিয়া ও দুই সন্তান ৪ বছরের আব্দুল্লাহ এবং ২ বছরের ফারিয়াকে নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়ার পাঠানটুলীর মনোয়ার ভিলায় ভাড়া বাসায় থাকতেন।২৬ অক্রটোবরা রোববার রাত ১০টার দিকে বাইতুল ফালাহ জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় রাজনীতিক, সমাজসেবক ও আশপাশের শত শত মানুষ অংশ নেন। পরে মরদেহ নেওয়া হয় শরীয়তপুরের নড়িয়া থানায় দাফনের জন্য।স্থানীয় বিএনপি নেতা ডিএইচ বাবুল বলেন, ‘কালাম ভদ্র ও পরিশ্রমী মানুষ ছিলেন। ট্রাভেল এজেন্সিতে কাজ করতেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’