খুলনায় হাসপাতালে নবজাতক রেখে পালালেন দম্পতি
নিজস্ব প্রতিবেদক: খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ফুটফুটে এক নবজাতক কন্যাকে রেখে পালিয়েছেন দম্পতি।২৪ নভেম্বর সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ডাক্তার রাউন্ডে এসে চোখ কপালে ওঠে সবার। শিশুটি বেডে থাকলেও তার মা–বাবার কোনো খোঁজ নেই। ওয়ার্ড জুড়ে তখন শুধু স্তব্ধতা আর গুঞ্জন।এর আগে ২৩ নভেম্বর রোববার দুপুরে ভর্তি হয়েছিলেন মিম নামের এক নারী। সঙ্গে ছিলেন তার স্বামী পরিচয় দেওয়া রবিউল। সবকিছুই ছিল যেন স্বাভাবিক-দুপুর ১২টায় ভর্তি, বিকেল ৪টার দিকে স্বাভাবিক ভাবে জন্ম নেয় ফুটফুটে চাঁদের মতো একটি কন্যাশিশু।হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত যোগাযোগ করার চেষ্টা করে তাদের দেওয়া নম্বরে। কিন্তু বারবার ফোন করেও পাওয়া যায়নি কাউকে। মনে হচ্ছে, পরিকল্পিতভাবেই নবজাতককে হাসপাতালে রেখে পালিয়ে গেছে তারা।হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভর্তি ফরমে ফকিরহাটের ঠিকানা দেওয়া হয়েছিল, তা যাচাই করে দেখা গেছে সম্পূর্ণ ভুয়া ঠিকানা। সেখানে মিম বা রবিউল নামের কোনো দম্পত্তি নেই।এদিকে ফুটফুটে শিশুটিকে এক নজর দেখতে ওয়ার্ডে শুরু হয়েছে মানুষের উপচে পড়া ভিড়। কেউ বলছে-এভাবে কী করে নিজের রক্তমাংস ফেলে যায়? কেউ চুপচাপ দাঁড়িয়ে কাঁদছেন শিশুটার ভাগ্য ভেবে। হাসপাতাল কর্মীরা জানাচ্ছেন-পরিস্থিতি সামাল দিতেই হিমশিম খেতে হচ্ছে তাদের।হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতককে নিরাপদে রেখেছে এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছেন। তদন্ত শুরু হয়েছে- কে এই মিম? সত্যিই কি রবিউল তার স্বামী? কেন তারা সন্তান রেখে পালাল?