• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে কার্তিক ১৪৩২ দুপুর ০২:১৩:৪৩ (06-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

দুই বছরেও শেষ হয়নি এক কিলোমিটার সড়ক নির্মাণ

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলা সদরের জোতপাড়া থেকে জনতা স্কুল সড়কের প্রায় এক কিলোমিটার নির্মাণ কাজ প্রায় দুই বছরেও শেষ হয়নি। এতে ওই সড়কে চলাচলকারী অন্তত পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ কয়েক গ্রামের হাজার হাজার পথচারী চরম দুর্ভোগে পড়েছেন।স্থানীয়রা অভিযোগ করেন, চুক্তিকালীন এক বছর মেয়াদের মধ্যে কাজটি শেষ হয়নি। শুরুতে রাস্তা খুঁড়ে কয়েক মাস ফেলে রাখায় বর্ষায় হাঁটু পানিতে চলতে হয়েছে এলাকাবাসীকে। ঠিকাদারি প্রতিষ্ঠানটি কয়েক দফায় মাটির কাজ, বালু ক্লিনিং, সাববেজ, এজিং এবং ডাব্লিউবিএম সম্পন্ন করলেও কার্পেটিং না করেই ফেলে রেখেছে। এতে রাস্তায় ফেলা বালু মিশ্রিত খোয়া নষ্ট হচ্ছে এবং বেশ কয়েক জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে।স্থানীয় নুর ইসলাম, মো. সাইফুল ইসলাম ও ভ্যান চালক বাবলু হোসেন জানান, প্রথমে রাস্তা কেটে ও পরে নিম্নমানের বড় বড় খোয়া ফেলে রোলার না দিয়ে মাসের পর মাস ফেলে রাখা হয়েছে। যতটুকু কাজ হয়েছে তা ধীরগতি ও নিম্নমানের হওয়ায় রাস্তার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।জানা যায়, ২০২৪ সালের শুরুর দিকে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে পাবনা-বগুড়া প্রকল্পের আওতায় চৌহালী উপজেলা সদরের জোতপাড়া থেকে জনতা স্কুল পর্যন্ত ১২৭০ মিটার সড়ক নির্মাণ কাজ শুরু হয়। এর জন্য ১ কোটি ৩৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। দরপত্র অনুযায়ী, এই সড়কে পূর্বের এইচবিবি ইটসহ অন্যান্য মালামাল ছিল ৩৯ লাখ টাকার। পরে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মীর এন্টার প্রাইজ এক কোটি টাকায় কাজটি করতে চুক্তিবদ্ধ হয়।এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মীর এন্টার প্রাইজের সত্বাধিকারী মীর সেরাজুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা যায়নি।চৌহালী উপজেলা এলজিইডি সূত্র জানায়, মেয়াদ অনুযায়ী কাজ শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানটি এখনও মোটামুটি ৬০ শতাংশ কাজ শেষ করতে পেরেছে এবং ৫৫ শতাংশ বিল উত্তোলন করেছে।উপজেলা এলজিইডির সার্ভেয়ার মশিউর রহমান মামুন জানান, বৃষ্টিসহ নানা কারণে কাজের গতি কিছুটা ধীর ছিল। তবে ইতোমধ্যে পাথরসহ অন্যান্য নির্মাণ সামগ্রী আনা হয়েছে এবং বিটুমিন এলেই ঠিকাদারি প্রতিষ্ঠান কার্পেটিংয়ের কাজ শুরু করবে। জনদুর্ভোগ লাঘবে কাজের গতি বাড়াতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে অবগত করা হয়েছে বলেও তিনি জানান।