• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৮ই কার্তিক ১৪৩২ সকাল ০৬:৫৯:৫৯ (23-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

মানিকগঞ্জে টাইফয়েড টিকাদান শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। আজ ১২ অক্টোবর রোববার সকালে শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে টিকাদান শুরু হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডা. মানোয়ার হোসেন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. এ. কে. এম. মোফাখখারুল ইসলাম।আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জনের কার্যালয়ের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক এবং শিক্ষার্থীরা। উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, টাইফয়েড প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সিভিল সার্জনের কার্যালয়, মানিকগঞ্জ কর্তৃক স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এর আওতায় বাস্তবায়িত এই ক্যাম্পেইনে জেলার ৫ থেকে ১৫ বছর বয়সী শিশুদের বিনামূল্যে টাইফয়েড প্রতিরোধক টিকা দেওয়া হবে।কর্মকর্তারা জানান, এ বছর জেলায় মোট ৪ লাখ ৪৯০ জন শিশুকে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অভিভাবকদের নির্ধারিত সময় ও স্থানে সন্তানদের নিয়ে এসে টিকা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।