• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই পৌষ ১৪৩২ বিকাল ০৫:২৪:১৫ (25-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

মাগুরায় মেইন সড়কে ঝুঁকিপূর্ণ অবস্থায় গাছ, দুর্ঘটনার আশঙ্কা

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের কানুটিয়া বাজার সংলগ্ন একটি বহু বছর পুরাতন গাছ বর্তমানে মাগুরা-মহম্মদপুর মূল সড়কের প্রায় মাঝামাঝি অংশজুড়ে ঝুঁকিপূর্ণভাবে বিস্তৃত হয়ে রয়েছে।গাছটির ডালপালা এবং কাণ্ড এত বড় হয়ে উঠেছে যে, সেটি এখন প্রধান সড়কের উপরে নেমে এসেছে। প্রতিদিন এই সড়ক দিয়ে বিভিন্ন রুটের দূরপাল্লার বাস, ট্রাক, পিকআপ, ইজিবাইক ও প্রাইভেট কার চলাচল করে।স্থানীয়দের অভিযোগ, বেশ কয়েকবার ভারী যানবাহনের সঙ্গে গাছটির কাণ্ড ও ডালের সংঘর্ষ হয়েছে, এমনকি কোনো কোনো সময় গাড়ির গায়ে ঘষে গাছের বাকল উঠে গেছে এবং গাড়ির ক্ষতিও হয়েছে। সৌভাগ্যক্রমে এখনও বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে ভবিষ্যতে যে কোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে।একজন স্থানীয় বাসিন্দা বলেন, গাছটা অনেক পুরোনো, আগে ছোট ছিল, কিন্তু এখন গাছটা মোটা হয়ে সাথে ডালপালা ছড়িয়ে মেইন রোডের উপর চলে এসেছে। বড় ট্রাক বা বাস এলেই ঘষে যায়। মাঝে মাঝে বিকট শব্দ হয়, ভয় লাগে যে কখন কোনো দুর্ঘটনা ঘটে।বিশেষ করে রাতের বেলা বা বৃষ্টির সময় এই গাছটি দৃশ্যমান না হওয়ায় চালকদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। দুর্ঘটনা এড়াতে দ্রুত গাছটি ছাঁটাই বা অপসারণ করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ।স্থানীয় প্রশাসন ও সড়ক কর্তৃপক্ষের হস্তক্ষেপ চায় এলাকাবাসী, যেন প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে একটি সম্ভাব্য বড় দুর্ঘটনার আগেই সমাধান নিশ্চিত করা যায়।