সুদানে শহিদ কর্পোরাল মাসুদের মরদেহ দাফন নিজ গ্রামে
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার আরবাব ইউনিয়নের বোয়ালিয়াপাড়া গ্রামের সন্তান, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদানের আবেই এলাকায় দায়িত্বপালন কালে শহিদ কর্পোরাল মাসুদ রানার মরদেহ দাফন করা হয়েছে নিজ গ্রামে।২১ ডিসেম্বর রোববার বিকালে নিজ গ্রাম বোয়ালিয়াপাড়ায় তাকে দাফন করা হয়। এর আগে ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা শেষে রোববার দুপুর ২টা ২০ মিনিটে শহিদ মাসুদ রানার মরদেহ বহনকারী সেনাবাহিনীর হেলিকপ্টার লালপুরের করিমপুর উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করে। সেখান থেকে অ্যাম্বুলেন্সেযোগে মাসুদ রানার মরদেহ নেয়া হয় বোয়ালিয়াপাড়ায়।প্রসঙ্গত, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সংঘটিত বর্বরোচিত সন্ত্রাসী ড্রোন হামলায় মাসুদ রানাসহ ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী শহিদ হন।