• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে কার্তিক ১৪৩২ সকাল ০৭:২০:৪৫ (07-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

জকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২২ ডিসেম্বর

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫ এর তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।৫ নভেম্বর বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান এ তফসিল ঘোষণা করেন।তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা ২২ ডিসেম্বর ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। সম্ভব হলে একই দিনে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।’ঘোষিত তফসিল অনুযায়ী:৬ নভেম্বর: খসড়া ভোটার তালিকা প্রকাশ৯-১১: নভেম্বর ভোটার তালিকা আপত্তি ও নিষ্পত্তি১২ নভেম্বর: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ১৩-১৭ নভেম্বর: মনোনয়নপত্র বিতরণ১৭-১৮ নভেম্বর: মনোনয়নপত্র দাখিল১৯-২০ নভেম্বর: বাছাই২৩ নভেম্বর: প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ২৪-২৬ নভেম্বর: আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি২৭–৩০ নভেম্বর: প্রার্থীদের ডোপ টেস্ট৩ ডিসেম্বর: চূড়ান্ত প্রার্থী তালিকা৪-৮ ডিসেম্বর: মনোনয়ন প্রত্যাহার৯-১৯ ডিসেম্বর: প্রচারণা২২ ডিসেম্বর: ভোটগ্রহণ; একই দিনে গণনাএবং ২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ।