৪৪ জন প্রতিবন্ধী ও সাধারণ ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্ব সমাদৃত ত্বরিকা-ই মাইজ ভাণ্ডারীয়ার প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)-এর জন্মদ্বিশত বার্ষিকী ও ১২০তম মহান ১০ মাঘ উরস শরিফ উপলক্ষে ‘এস জেড এইচ এম ট্রাস্ট -এর শিক্ষা প্রকল্প ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) বৃত্তি তহবিল’ আয়োজিত ২০২৫ পর্বের দ্বিতীয় পর্যায়ে প্রতিবন্ধী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে।২১ জানুয়ারি বুধবার বিকেল ৩টায় ‘এস জেড এইচ এম’ ট্রাস্ট মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বৃত্তি তহবিলের সদস্য আবু সালেহ সুমনের সঞ্চালনায় এবং এসজেডএইচএম বৃত্তি তহবিলের সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী।অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ‘এস জেড এইচ এম’ ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলি আবদুল জলিল চৌধুরী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন।প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মো. মোজাহেদুল ইসলাম চৌধুরী বলেন, কোনো সংগঠনের কোনো গুরুত্ব নেই, যদি দারিদ্র বিমোচনে কোনো ভূমিকা না থাকে। মানুষকে সংশোধন করার জন্য যে সংগঠন কাজ করে, সমাজে ইতিবাচক ভূমিকা রাখে, আল্লাহ বলেন, আমি তাদেরকে অনেক বড় পুরস্কার প্রদান করবো। যে বৃত্তিটা দেওয়া হচ্ছে তা আপনাদের জীবনে ব্যবহার করার অনুরোধ জানিয়ে বলেন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ, দেশ ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থা বিনির্মাণে ভূমিকা রাখতে হবে।গেস্ট অব অনার অধ্যাপক এ ওয়াই এমডি জাফর বলেন, ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি মহোদয়ের নির্দেশনায় মানবিক কাজে বিভিন্ন প্রতিষ্ঠানকে সহযোগিতা করে আসছে, ঠিক তেমনি শিক্ষাখাতে প্রাইমারি লেভেল থেকে উচ্চ শিক্ষায় বৃত্তি প্রদানের মাধ্যমে পিছিয়ে পড়া, দরিদ্র, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা করে থাকে।স্বাগত বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন বৃত্তিপ্রাপ্ত সকলকে বৃত্তির অর্থগুলো যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান।অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, কোরআনের প্রথম আয়াত “পড়ো তোমার প্রভুর নামে”। তোমরা না পড়লে তো খোদার রহস্যের কিছুই জানতে পারবে না। আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে আলোকিত সমাজ গঠন ও আলোকিত মানুষ গড়ে তোলার লক্ষ্যে ট্রাস্টের এই শিক্ষা প্রকল্প নেয়া হয়েছে।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীর আরবী প্রভাষক মাওলানা মুজিবুল হক।