নওগাঁর মান্দায় গ্রামীণ ঐতিহ্য ঘোড়দৌড় খেলা অনুষ্ঠিত
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড়, লাঠিখেলা ও অন্যান্য গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে।৮ ডিসেম্বর সোমবার উপজেলার গনেশপুর ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামের মিনাপাড়া মাঠে এই খেলাধুলা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান সঞ্চালনা করেন মান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং আয়োজক কমিটির সভাপতি শামীম হোসাইন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. ইকরামুল বারী টিপ।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সিনিয়র সহ সভাপতি মোখলেসুর রহমান মাকে, উপজেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং প্রসাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল, অনুষ্ঠান উদ্বোধন করেন ১২নং কাঁশোপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান মোল্লা।এছাড়াও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা অনুষ্ঠানে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময়ে উপস্থিত ছিলেন।ঘোড়দৌড় খেলা দেখতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা কিশোর কিশোরী বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে মাঠ প্রাঙ্গনে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।এ সময় প্রধান অতিথি ডা. ইকরামুল বারী টিপু বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে মানুষ একটা জিম্মি দসায় বন্দি অবস্থায় ছিল। ৫আগস্টের পর থেকে সারাদেশের মানুষ স্বাধীনভাবে বিভিন্ন খেলাধুলা গ্রামীণ মেলাসহ বিভিন্ন অনুষ্ঠান পালন করছেন। এরই অংশ হিসেবে আজকে ঘোড়দৌড় খেলার আয়োজন করা হয়েছে সেখানে বহু লোকের সমাগম হয়েছে আগামীতেও এ ধরনের খেলা অব্যাহত থাকবে প্রত্যাশা করছি।