মেসির জোড়া গোলে প্রথমবারের মত সেমিতে মায়ামি
স্পোর্টস ডেস্ক: মেজর লিগ সকারে (এমএলএস) নতুন অধ্যায় লিখল ইন্টার মায়ামি। লিওনেল মেসির জোড়া গোল ও এক অ্যাসিস্টে নাশভিলকে ৪–০ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো কনফারেন্স সেমিফাইনালে উঠেছে ফ্লোরিডার ক্লাবটি।বেস্ট অব থ্রি সিরিজের নির্ধারক এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না দুই দলের কারও জন্য। প্রথম ম্যাচে জয় পেয়েছিল মায়ামি, দ্বিতীয়টিতে জিতেছিল নাশভিল। শেষ পর্যন্ত মেসির জাদুকরী ছোঁয়ায় নাশভিলকে বিদায় জানায় ইন্টার মায়ামি।চেজ স্টেডিয়ামে ম্যাচের ১০ মিনিটেই দর্শকদের উল্লাসে ভাসান মেসি। মাঝমাঠে প্রতিপক্ষের ভুল পাস কুড়িয়ে নিয়ে একক প্রচেষ্টায় চার ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত ফিনিশে জাল খুঁজে নেন আর্জেন্টাইন কিংবদন্তি।৩৯তম মিনিটে জর্দি আলবার ক্রস থেকে সিলভেত্তির পাস পেয়ে বক্সের বাইরে থেকে নিশানায় পাঠান দ্বিতীয় গোল। বিরতিতে যাওয়ার সময় স্কোরলাইন তখন ২-০।দ্বিতীয়ার্ধে শো সম্পূর্ণ করেন চিলিয়ান মিডফিল্ডার আলেন্দে। ৭৩ ও ৭৫ মিনিটে দুটি গোল করেন তিনি। দ্বিতীয় গোলের অ্যাসিস্ট আসে মেসির পা থেকে। সেটিই ছিল মেসির ক্যারিয়ারের ৪০০তম অ্যাসিস্ট, যা তাকে বিশ্ব ফুটবলের ইতিহাসে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।কনফারেন্স সেমিফাইনালে এফসি সিনসিনাটির মুখোমুখি হবে তারা। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২২ বা ২৩ নভেম্বর। যেখানে মেসিদের লক্ষ্য ফাইনালের স্বপ্নপূরণ।