শাহরাস্তিতে কর্মীদের নিয়ে খাল পরিষ্কার করলেন বিএনপি নেতা
শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে কর্মীদের নিয়ে খাল পরিষ্কার করলেন চাঁদপুর-৫ আসনের বিএনপি নেতা ব্যারিস্টার কামাল উদ্দিন।১৮ অক্টোবর শনিবার সকালে শাহরাস্তি পৌর এলাকার মেহের খোদা খালের ময়লা আবর্জনা পরিষ্কার করতে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে এ কর্মসূচি পালন করেন তিনি।এক পর্যায়ে নিজ হাতেই খালের ময়লা আবর্জনা পরিষ্কার শুরু করেন ব্যারিস্টার কামাল। প্রত্যক্ষদর্শীরা বিএনপির এই খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম দেখে সাধুবাদ জানান।ব্যারিস্টার কামাল উদ্দিন জানান, দলীয় সিদ্ধান্তের প্রতি সংহতি প্রকাশ করে তিনি এ উদ্যোগ গ্রহণ করেছেন। আগামীর বাংলাদেশ সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে গড়ে তোলার আহ্বান জানান তিনি।