• ঢাকা
  • |
  • বুধবার ৫ই অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৪:৩৪:০৬ (19-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

শ্রীপুরে শিক্ষার্থীদের মধ্যে কুরআন বিতরণ

মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মেহেন্দিগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার উদ্যোগে ‘এক শিক্ষার্থী এক কুরআন প্রকল্প-২৫’ শীর্ষক ব্যতিক্রমধর্মী আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।১৮ নভেম্বর মঙ্গলবার দুপুর ২টায় শ্রীপুর মহিষা ওয়াহেদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দক্ষিণ শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু মুসা এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মিজানুর রহমান মুবিন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক, বরিশাল জেলা জামায়াতের আমির ও বরিশাল-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক কামরুল হাসান, বরিশাল জেলা ছাত্রশিবির সভাপতি মো. আকবর হোসেন, জেলা সেক্রেটারি সাইয়্যেদ আহমেদ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মো. সাইফুর রহমান, চাঁদপাশা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ হোসেন, ইউনিয়ন জামায়াত সভাপতি মো. ইলিয়াস মুন্সি এবং ইউনিয়ন সেক্রেটারি মো. শিহাব উদ্দিন।প্রধান অতিথি অনুষ্ঠানে তার বক্তব্যে বলেন, ‘একজন শিক্ষার্থীর হাতে কুরআন তুলে দেওয়া মানে তার সামনে সত্য, ন্যায় ও নৈতিকতার আলোকবর্তিকা তুলে দেওয়া। শিক্ষার্থীদের সুশিক্ষিত, আদর্শবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে অত্যন্ত কার্যকর।’অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে কুরআন ও গিফট প্যাকেজ তুলে দেওয়া হয়। শৃঙ্খলাপূর্ণ ও হৃদয়গ্রাহী পরিবেশে সম্পন্ন হওয়া এ আয়োজন উপস্থিত সকলের মাঝে ইতিবাচক সাড়া জাগায়।