• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই মাঘ ১৪৩২ বিকাল ০৩:০৪:৩৩ (31-Jan-2026)
  • - ৩৩° সে:
খোকসায় ককটেল তৈরির সময় দু'জনকে আটক

খোকসায় ককটেল তৈরির সময় দু'জনকে আটক

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় ককটেল তৈরি করার সময় তিনটি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জামসহ দু'জনকে আটক করেছে পুলিশ।৩০ জানুয়ারি শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার শোমসপুর রেলস্টেশন পশ্চিম পাড়া থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, উপজেলার গোপগ্রাম রঘুনাথপুর গ্রামের মো. আসাদুল ইসলামের ছেলে মো. হাসান প্রামানিক(৪১) ও রাজিনাথপুর গ্রামের মৃত শাজাহান বিশ্বাসের ছেলে মো. রাজিব বিশ্বাস(৪২)।খোকসা থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার শোমসপুর ইউনিয়ন এর শোমসপুর রেলস্টেশন পশ্চিম পাড়ার মৃত রাজ্জাক মন্ডলের ছেলে ফারুক মন্ডল (৪৮) এর বসতবাড়ি থেকে ককটেল তৈরি করার সময় মো. হাসান প্রামানিক ও মো. রাজিব বিশ্বাস নামের দু'জনকে আটক করা হয়। সেসময় তাদের কাছ থেকে তিনটি ছোট ককটেল ও কিছু কস্টেপ উদ্ধার করা হয়।খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মোতালেব হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে এশিয়ান টিভিকে জানান, আইনগত ব্যবস্থা  প্রক্রিয়াধীন।