• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ সন্ধ্যা ০৭:০৪:১৪ (22-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

যুবলীগ নেতাকে ভোজসভায় দাওয়াত দিয়ে আলোচিত সেই ওসি প্রত্যাহার

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ সেলিমকে প্রত্যাহার করে শরীয়তপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর শনিবার বিকেলে তাকে প্রত্যাহার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর দুপুরে পদ্মা সেতু দক্ষিণ থানার ভেতর মাসিক ভোজসভা আয়োজন করেন ওসি পারভেজ আহমেদ সেলিম। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার, নাওডোবা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাজী আলমগীর হোসেন সরদারসহ থানার কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।তবে টেবিলের এক পাশে বসানো হয় নাওডোবা ইউনিয়ন যুবলীগ সভাপতি মোক্তার বেপারিকে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তুমুল সমালোচনা শুরু হয়।পরে ১৩ সেপ্টেম্বর শনিবার ভোরে নাওডোবার কালু বেপারিকান্দির নিজ বাসা থেকে মোক্তার বেপারিকে গ্রেপ্তার দেখায় পুলিশ।স্থানীয়দের অভিযোগ, সমালোচনার চাপ এড়াতে রাতারাতি গ্রেফতারের এই নাটক সাজান ওসি।তবে ওসি পারভেজ আহমেদ সেলিম দাবি করেন, মোক্তার বেপারি বাজার কমিটির সভাপতি হিসেবে ভোজসভায় আমন্ত্রিত ছিলেন এবং পরে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে তাকে গ্রেফতার করা হয়।জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ আহমেদ সেলিমকে পদ থেকে প্রত্যাহার করে শরীয়তপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ওই ঘটনার বিষয়ে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।