• ঢাকা
  • |
  • রবিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৭:২০:৫৯ (23-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

বকশিবাজারে আলিয়া মাদ্রাসায় মাহফিলে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন কয়েকজন শিক্ষার্থী। তারা ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন।শনিবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ ওবায়দুল হক। সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।জানা গেছে, মাদ্রাসার ভেতরে একটি মিলাদ মাহফিলের অনুষ্ঠান ছিল। সেই মাহফিলে শিক্ষার্থীদের দুই পক্ষের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুজন শিক্ষার্থী আহত হয়ে ঢামেকে ভর্তি রয়েছে। মাদ্রাসা প্রাঙ্গন ও আশেপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।মাদ্রাসার প্রধান শিক্ষক জানান, পুরো ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপাতত হলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।