• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ১০:১২:৪২ (13-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

চমেক হাসপাতালে সিসিইউ’র সংস্কার ও আধুনিকায়ন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।১৩ ডিসেম্বর শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. মো. তসলিম উদ্দিন এবং শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের পক্ষে সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিসিইউ’র সংস্কার এবং আধুনিকায়ন প্রকল্পে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এবং পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আশা প্রকাশ করেন।এর আগে, ১২ ডিসেম্বর শুক্রবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের অর্থায়নে নির্মাণাধীন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) এর সংস্কার এবং আধুনিকায়ন প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শনের সময় প্রকল্পের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন।পরবর্তীতে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত হাসপাতালের চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত মত বিনিময় সভায় মাননীয় উপদেষ্টার নিকট শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের প্রতিনিধিগণ সিসিইউ এর সংস্কার এবং আধুনিকায়নের পরিকল্পনা তুলে ধরেন।বক্তারা বলেন, প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত এই আধুনিক সিসিইউতে বেড সংখ্যা ১৫ থেকে ২৩ বেডে উন্নীতকরণ, প্রথমবারের মতে সিসিইউতে সেন্ট্রাল মনিটর সিস্টেম চালু করা, ২৪টি অত্যাধুনিক পেশেন্ট বেড, ২৩টি পেশেন্ট মনিটর, ৪০টি ইনফিউশন পাম্প, ৬টি টেম্পোরারি পেসমেকার মেশিন, ১টি ইকো মেশিন, ২টি ইসিজি মেশিন, ২টি ট্রলি বেড, ১৫ টি হুইল চেয়ার, ২টি ক্যাশ কার্ট ট্রলি, অত্যাধুনিক এসি, মেডিসিন স্টোরেজ রুম, ডক্টরস স্টেশন, নার্স স্টেশন, ইসিজি রুম, পেশেন্ট রিসিভিং রুমসহ আধুনিক সুযোগ সুবিধাসম্পন্ন সিসিইউ হিসেবে গড়ে তোলা হবে।মাননীয় উপদেষ্টা বলেন, বৃহত্তর চট্টগ্রামের কোটি মানুষের জন্য এই আধুনিক সিসিইউ হৃদরোগীদের সেবা দেওয়ার ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচন করবে। তিনি এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. মো. তসলিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা জনাব নুরজাহান বেগম।বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রফেসর ড. সায়েবা আখতার চেয়ারম্যান, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল, ড. মো. মন্জুরুল ইসলাম, যুগ্ম সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়, চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের উপপরিচালক ডা. মো. ইলিয়াস চৌধুরী, ডা. একরাম হোসেন, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, ডা. জাহাঙ্গীর আলম, সিভিল সার্জন, চট্টগ্রাম জেলা, প্রফেসর ডা. হাসানুজ্জামান, বিভাগীয় প্রধান নিউরোলজি, ডা. নুর উদ্দিন তারেক, বিভাগীয় প্রধান, কার্ডিওলজি বিভাগ, ডা. রফিক উদ্দিন আহমেদ, বিভাগীয় প্রধান, বার্ন এন্ড প্লাস্টিক, ডা. মো. ইব্রাহিম চৌধুরী, সহযোগী অধ্যাপক, কার্ডিওলজি বিভাগ, ডা. কাজী শামীম আল মামুন, সহযোগী অধ্যাপক, কার্ডিওলজি বিভাগ, ডা. রুমা, সহকারী পরিচালক, চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল, ডা. দেব প্রসাদ চক্রবর্তী, সহকারী পরিচালক, চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল, ড. ইফতেখার আলম লিটন, সহকারী অধ্যাপক, কার্ডিওলজি বিভাগ, ডা. মিশকাত নুর মাইজভান্ডারী, সহকারী অধ্যাপক, কার্ডিওলজি বিভাগ, ডা. সাইফুদ্দিন মাহমুদ, সহকারী অধ্যাপক, মেডিসিন বিভাগ, ডা. ইকবাল মাহমুদ, সহকারী অধ্যাপক, কার্ডিওলজি বিভাগ, ডা. সায়েফ উদ্দিন সোহাগ, আবাসিক চিকিৎসক, কার্ডিওলজি বিভাগ, শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট হতে সচিব এ ওয়াই এমডি জাফর, ইঞ্জিনিয়ার কামালুর রহমান, ট্রাস্ট উপদেষ্টা ড. জসিম উদ্দিন, ডা. সামিয়ুল করিম, ইঞ্জিনিয়ার রিয়াজ, প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন।