• ঢাকা
  • |
  • বুধবার ১০ই পৌষ ১৪৩২ রাত ১০:১৪:৩৬ (24-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

রামপালে আইনশৃঙ্খলা কমিটির সভা

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: রামপালে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।২৪ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসির সভাপতিত্বে সভায় প্রধান অতিথির রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী।এসময় আরও উপস্থিত ছিলেন- ওসি মো. আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইমরান হোসেন, নির্বাচন কর্মকর্তা সাদিক বিন জামান, আনসার ভিডিপি কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. জেহাদুল ইসলাম, প্রেসক্লাব রামপালের সাবেক সভাপতি এম, এ সবুর রানা, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মো. মাজিদুর রহমান জুয়েল, হুড়কা প্রশাসনিক কর্মকর্তা হরিপদ সরকার প্রমুখ। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি।