• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে কার্তিক ১৪৩২ সকাল ০৯:২৪:০৭ (04-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

কুমিল্লায় বিজিবির অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সীমান্ত এলাকায় দুটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।৩ নভেম্বর সোমবার দুপুরে ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ উপজেলার যশোর বিজিবি ক্যাম্পের সদস্যরা ভারতীয় সীমান্তবর্তী ধনপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।অভিযানের খবর পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে বেশকিছু গাঁজা, দুটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।বিজিবি কর্মকর্তার আশঙ্কা, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সংঘবদ্ধ একটি চক্র এ অস্ত্র দেশে প্রবেশ করাতে পারে।বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং চোরাকারবারীদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।