• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩২ রাত ০১:৫৮:২৬ (20-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

লেখাপড়ার মান উন্নয়নে খোকসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নে কুষ্টিয়ার খোকসায় অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।১৮'সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সৈয়দ আহসাদ আলী সাঈমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী, সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম, কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল নোমানসহ শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।