• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে পৌষ ১৪৩২ দুপুর ১২:৩৫:১৭ (13-Jan-2026)
  • - ৩৩° সে:

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৭ উইকেটের জয় পেল রাজশাহী

১৩ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:৫২:০৬

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৭ উইকেটের জয় পেল রাজশাহী

স্পোর্টস ডেস্ক: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়ে বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে রাজশাহী ওয়ারিয়র্স। রাজশাহীর এই জয়ের ফলে শেষ চারে তাদের সঙ্গী হিসেবে নিশ্চিত হয়েছে চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটানস।

Ad

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালস।

Ad
Ad

উদ্বোধনী জুটিতে উসমান খান ও আব্দুল্লাহ আল মামুন ৫৪ রান যোগ করে ভালো শুরুর ইঙ্গিত দিলেও তা ধরে রাখতে ব্যর্থ হন মিডল অর্ডারের ব্যাটাররা। উসমান ২৭ বলে ৪১ রান করে আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ঢাকা। নাসির হোসেনের ২৪ রান ছাড়া সাব্বির রহমান (১৪) ও মিঠুন (১৩) বড় কোনো অবদান রাখতে পারেননি। ফলে নির্ধারিত ২০ ওভারে ১৩১ রানেই থামে ঢাকার ইনিংস।

রাজশাহীর বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন আব্দুল গাফফার সাকলাইন, যিনি ২৪ রানে নেন ৪ উইকেট। তবে দিনের সবচেয়ে বড় আকর্ষণ ছিল রিপন মণ্ডলের চোখধাঁধানো হ্যাটট্রিক। এছাড়া অভিজ্ঞ মোহাম্মদ রুবেল শিকার করেন দুটি উইকেট।

১৩২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার তানজিদ হাসান তামিমের ব্যাটে চড়ে জয় নিশ্চিত করে রাজশাহী।

তানজিদ মাত্র ৪৩ বলে খেলেন ৭৬ রানের বিধ্বংসী ইনিংস, যেখানে ছিল ৭টি চার ও ৫টি ছক্কা। উদ্বোধনী জুটিতে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ১৩ বলে ২২ রান করে ফিরে গেলেও তানজিদ একাই ম্যাচটি ঢাকার হাত থেকে ছিনিয়ে নেন। শেষ দিকে মুশফিকুর রহিম (১২*) ও জিমি নিশাম (১৪*) অপরাজিত থেকে ২৩ বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

এই জয়ের পর ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে রাজশাহী ওয়ারিয়র্স। সমান ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থেকে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটানস।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বকশীগঞ্জে নিজ বাড়ি থেকে কিশোরীর মরদেহ উদ্ধার
বকশীগঞ্জে নিজ বাড়ি থেকে কিশোরীর মরদেহ উদ্ধার
১৩ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:১০:১৯






এক ধাক্কায় ১৬ স্যাটেলাইট হারাল ভারত
এক ধাক্কায় ১৬ স্যাটেলাইট হারাল ভারত
১৩ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:৪৯:২১




Follow Us