• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা পৌষ ১৪৩২ রাত ১০:১৬:২৯ (16-Dec-2025)
  • - ৩৩° সে:

গালফ প্রো কার চ্যাম্পিয়ন হলেন অভিক আনোয়ার

১৬ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:১১:০৭

সংবাদ ছবি

স্পোর্টস ডেস্ক: মধ্যপ্রাচ্যের একমাত্র ট্যুরিং কার প্রতিযোগিতা গালফ প্রো কার চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন বাংলাদেশের কার রেসার অভিক আনোয়ার। ২০২৫–২০২৬ মৌসুমের গালফ প্রো কার চ্যাম্পিয়নশিপের রাউন্ড–৩ এ প্রথমবারের মতো আয়োজিত এন্ডিউরেন্স রেসিংয়ে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করেন তিনি।

Ad

এবারের রাউন্ডে আয়োজকেরা নতুনভাবে এন্ডিউরেন্স রেসিং চালু করেন, যার উদ্দেশ্য ছিল একজন গড়পড়তা রেসিং ড্রাইভার ও একজন শীর্ষ পর্যায়ের রেসারের পার্থক্য স্পষ্টভাবে তুলে ধরা। এই কঠিন চ্যালেঞ্জে অংশ নিয়ে অভিক আনোয়ার নিজের দক্ষতা, শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

Ad
Ad

গালফ প্রো কার চ্যাম্পিয়নশিপে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রেসাররা অংশগ্রহণ করেন। এবারের এন্ডিউরেন্স রেসে মোট ৯টি গাড়িতে প্রায় ১২ থেকে ১৪ জন ড্রাইভার প্রতিদ্বন্দ্বিতা করেন। রাশিয়া, জার্মানি, যুক্তরাজ্য, ভারত, জর্ডান, মিশর ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের রেসারদের অংশগ্রহণ প্রতিযোগিতাটির আন্তর্জাতিক গুরুত্ব আরও বাড়িয়ে তোলে। অধিকাংশ গাড়িতে দুই ড্রাইভারের দল থাকলেও কয়েকটি গাড়িতে একক ড্রাইভারই পুরো রেস সম্পন্ন করেন।

অভিক আনোয়ারের এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সম্পূর্ণ বাংলাদেশি টিম। বিশেষ করে পিট স্টপে দলের নিখুঁত সমন্বয়, দ্রুততা ও পেশাদারিত্বই জয়ের অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। পুরো দল দায়িত্বশীলতা ও দক্ষতার সঙ্গে নিজেদের কাজ সম্পন্ন করে।

দুবাই অটোড্রোম সার্কিটে অনুষ্ঠিত এই ইভেন্টটি ছিল এফআইএ গ্রেড–১ স্বীকৃত। অভিক অংশ নেন জিপি লেআউটে, যার দৈর্ঘ্য ৫ দশমিক ৩৯ কিলোমিটার। প্রায় দুই ঘণ্টার এই রেসে তিনি মোট ৪৭টি ল্যাপ সম্পন্ন করেন, যা প্রায় ৩০০ কিলোমিটার রেসিং দূরত্বের সমান।

এই এন্ডিউরেন্স রেসে অভিক আনোয়ারের সাফল্য শুধু ব্যক্তিগত কৃতিত্ব নয়, বরং একটি সম্পূর্ণ বাংলাদেশি দল হিসেবে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সক্ষমতা প্রমাণের এক ঐতিহাসিক অর্জন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিজয় দিবস উদযাপন
১৬ ডিসেম্বর ২০২৫ রাত ০৯:২২:০৭







সংবাদ ছবি
রিশাদের অভিষেক ম্যাচে জয় পেল হোবার্ট হারিকেন্স
১৬ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৭:৩৫



Follow Us