• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই মাঘ ১৪৩২ সকাল ১১:৩৫:১৭ (23-Jan-2026)
  • - ৩৩° সে:

আজ সরস্বতী পূজা

২৩ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:১২:৩৫

আজ সরস্বতী পূজা

ডেস্ক রিপোর্ট: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ ২৩ জানুয়ারি শুক্রবার। বিদ্যা, বাণী ও সংগীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে দিনটি পালিত হচ্ছে। এদিন অজ্ঞতার অন্ধকার দূর করে জ্ঞানালোক লাভের আশায় দেবীর চরণে প্রণতি জানান ভক্তরা।

Ad

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানের প্রতীক। ধর্মীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে তিনি শুভ্র রাজহাঁসে চড়ে পৃথিবীতে আগমন করেন।

Ad
Ad

উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির ও বাড়িতে পূজার আয়োজন করা হয়েছে। পূজা শেষে ভক্তরা অঞ্জলি প্রদান করবেন। দিনটিতে শিশুদের হাতেখড়ির আয়োজনও থাকে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর জানান, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল ১০টায় সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে।

এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল প্রশাসনের তত্ত্বাবধানে কেন্দ্রীয় পূজাসহ মোট ৭৬টি মণ্ডপে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। সকাল ৮টা থেকে মণ্ডপগুলোতে পূজা শুরু হয়। এতে পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

দর্শনার্থী শিশু-কিশোরদের জন্য জগন্নাথ হলের প্রবেশমুখে বিভিন্ন রাইড, খেলনা ও বিশুদ্ধ খাবারের দোকানের ব্যবস্থা রাখা হয়েছে। নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। একই সঙ্গে যেকোনো ধরনের পটকা ও আতশবাজি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বিপিএলের ফাইনালসহ টিভিতে আজকের খেলা
বিপিএলের ফাইনালসহ টিভিতে আজকের খেলা
২৩ জানুয়ারী ২০২৬ সকাল ১০:৫২:২৩



কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি
কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি
২৩ জানুয়ারী ২০২৬ সকাল ১০:২৪:৪৯




Follow Us