• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই মাঘ ১৪৩২ বিকাল ০৩:০২:১৮ (31-Jan-2026)
  • - ৩৩° সে:

এ দেশ ও আপনাদের ছেড়ে কোথাও যাবো না: জামায়াত আমির

৩১ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৫২:৩৮

এ দেশ ও আপনাদের ছেড়ে কোথাও যাবো না: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চরম প্রতিকূল পরিস্থিতির মাঝেও আপনাদের ছেড়ে যাইনি। ভবিষ্যতেও এ দেশ ও আপনাদের ছেড়ে কোথাও যাবো না।

Ad

৩১ জানুয়ারি শনিবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

জামায়াত আমির বলেন, মানুষ ১৩ তারিখের পর একটি পরিবর্তন দেখতে চায়। সেই পরিবর্তন যুবসমাজের আকাঙ্ক্ষার ওপর ভর করে, মা-বোনদের আকাঙ্ক্ষার ওপর আসবে। মানুষ আর কোনো আধিপত্যবাদ দেখতে চায় না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, আমাদের মায়েদের গায়ে হাত দেবেন, আর আমরা বসে বসে দেখবো—সেই চিন্তা করবেন না। এসব থেকে বিরত থাকার হুঁশিয়ারি দেন দলটির আমির।

জামায়াতের নামে অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমরা ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসা বন্ধ করে দেবো, ইমাম-খতিবদের বের করে দেবো—অথচ এসব মিথ্যাচার।

তিনি আরও বলেন, আমরা এমন সমাজ গড়তে চাই যেখানে সবাই নিরাপত্তা পাবে। আর চাঁদাবাজদের আমরা সতর্ক করবো, সংশোধন হওয়ার সুযোগ দেবো, ভালো না হলে চরম মূল্য দিতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us