লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজ ও সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে তাঁর দল যুদ্ধ ঘোষণা করেছে। তিনি অঙ্গীকার করেন, আসন্ন নির্বাচনে জয়ী হলে এক রাতের ব্যবধানেই দেশের চিত্র বদলে দেওয়া হবে।

৩০ জানুয়ারি শুক্রবার বেলা তিনটায় লক্ষ্মীপুর সরকারি সামাদ স্কুল মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


ডা. শফিকুর রহমান বলেন, ‘আসছে ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের আমানত ও ভোটে জয়ী হওয়ার সুযোগ পেলে ১৩ তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে। দেশের ৯০ শতাংশ চাঁদাবাজের হাত চিরতরে অবশ করে দেওয়া হবে।’
জুলাই বিপ্লবের শহীদদের কথা স্মরণ করে জামায়াত আমির বলেন, ‘জুলাই বিপ্লব হয়েছে বলেই আজ আমরা কথা বলতে পারছি, ভোট দিতে পারব। রাজার ছেলে রাজা হবে, তা আর হতে দেওয়া হবে না। আমরা এমন এক বাংলাদেশ গড়ব যেখানে একজন রিকশাচালকও তাঁর যোগ্যতাবলে এমপি-মন্ত্রী হতে পারবেন।’
পরে প্রধান অতিথি লক্ষ্মীপুরের চারটি আসনে প্রার্থীদের হাতে ১১ দলীয় জোটের প্রতীক তুলে দেন। এসময় লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা মো. মাহবুব আলম এর হাতে শাপলা কলি, লক্ষ্মীপুর-২ (সদর একাংশ ও রায়পুর) আসনের প্রার্থী মাওলানা একিউএম মাষ্টার রুহুল আমিন ভূঁইয়াদ, লক্ষ্মীপুর-৩ (সদর) ডা. রেজাউল করিম ও লক্ষ্মীপুর-৪ (কমলনগর ও রামগতি) জেলা জামায়াত সেক্রেটারি এ আর হাফিজ উল্যাহ’র হাতে দাঁড়িপাল্লা প্রতিক তুলে দিয়ে ১১ দলীয় জোটের প্রার্থী ।
জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামির সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি এডভোকেট আতিকুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, ডাকসু ভিপি আবু সাদিক কায়েম, চাকসুু ভিপি ইব্রাহিম রনি ও জাকসু জিএস মাজহারুল ইসলাম।
জনসভা শেষে ডা. শফিকুর রহমান ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লক্ষ্মীপুরে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের খোঁজখবর নেন।
জনসভাকে কেন্দ্র করে দুপুর থেকেই জেলা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি দেখা যায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available