• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:১২:০৮ (30-Jan-2026)
  • - ৩৩° সে:

দায়িত্ব পেলে চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের ঘুম হারাম করব: হাসনাত আব্দুল্লাহ

৩০ জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:০২:৫২

দায়িত্ব পেলে চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের ঘুম হারাম করব: হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লা প্রতিনিধি: দায়িত্ব পেলে চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।

Ad

৩০ জানুয়ারি শুক্রবার কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের মরিচা গ্রামে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আপনারা যদি আমাকে দায়িত্ব দেন, তাহলে চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও ঋণ খেলাপিদের ঘুম হারাম করে দেব।’ তিনি মাদক ব্যবসায়ী ও মাদকসেবকদের সতর্ক করে বলেন, ‘ভুল পথ ছেড়ে ফিরে আসুন। কর্মসংস্থানের প্রয়োজন হলে আমাদের জানান, দোকান, গরু বা অন্য বৈধ উপায়ে জীবিকা নির্বাহের ব্যবস্থা করে দেওয়া হবে। কিন্তু কেউ যদি এখানে মাদক ব্যবসা বা সিন্ডিকেট চালানোর চেষ্টা করে, তাহলে তাদের অবস্থা খুবই খারাপ হবে।’

রাজনীতিতে মাদক ও চাঁদাবাজদের সঙ্গে আপসের সংস্কৃতির তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘অনেক বড় নেতা এতদিন মাদক সম্রাটদের কাছ থেকে চাঁদা নিয়ে রাজনীতি করেছে। এখন তারা পালানোর পথে। ইনশাআল্লাহ, অল্প সময়ের মধ্যেই তাদের শেষ হবে।’

নিজের সঙ্গে ছবি তুলে অবৈধ সুবিধা নেওয়ার অপচেষ্টা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার সঙ্গে ছবি থাকলেই কেউ আমার লোক হয়ে যায় না। এমনকি আমার বাবা যদি অবৈধ সুবিধা চাইতেও আসেন, তাকেও কোনো ছাড় দেওয়া হবে না। ছবি দেখিয়ে সম্পর্ক প্রমাণ করা যাবে না।’

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘অতীতে নেতারা নির্বাচনের আগে সামান্য সহায়তা করে পাঁচ বছর জনগণের কাছে পাওয়া যেত না। এবার উল্টো হবে। প্রথম ১৫ দিন জনগণ আমাকে সাহায্য করবে, আর পরের পাঁচ বছর আমি জনগণের পাশে থাকব।

নারীদের ভোটের গুরুত্ব তুলে ধরে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ইনশাআল্লাহ এবার আমাদের মায়েদের, খালাদের ও চাচিদের ভোটেই আমরা সংসদে যাব। নারীরা একবার কথা দিলে তা কখনো ভাঙে না। এবারের নির্বাচনে আপনারা আপনাদের সন্তান হিসেবেই আমাকে ভোট দিন।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







চাঁদপুর মতলব উত্তরে ইয়াবাসহ ভাই-বোন আটক
চাঁদপুর মতলব উত্তরে ইয়াবাসহ ভাই-বোন আটক
৩০ জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:১১:০২



এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
৩০ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:৫৯:১৫


Follow Us