• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই মাঘ ১৪৩২ বিকাল ০৩:০৯:০৬ (27-Jan-2026)
  • - ৩৩° সে:

ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা হলে জনগণ মেনে নেবে না: নলডাঙ্গায় দুলু

২৭ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:২৮:৫৫

ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা হলে জনগণ মেনে নেবে না: নলডাঙ্গায় দুলু

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র করে যদি কেউ ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে, বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না।’

Ad

২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার ৩ নম্বর খাজুরা ইউনিয়নের বাবনগ্রাম এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

দুলু বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যমে আমরা ষড়যন্ত্রের খবর পাচ্ছি। ২০০৮ সালে নাটোরের জনগণের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল। একইভাবে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে তখন ক্ষমতা দখল করা হয়। ২০১৮ সালেও প্রকৃত অর্থে কোনো নির্বাচন হয়নি। ঠিক সেই কায়দায় যদি ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি কেউ ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে, তাহলে নাটোরের জনগণ তা প্রতিহত করবে।’

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক বা জাতীয় কোনো ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চেষ্টা হলে নাটোরের মানুষ তার দাঁতভাঙা জবাব দেবে। সকল ষড়যন্ত্র মোকাবেলায় জনগণ ঐক্যবদ্ধ রয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও নাটোর সদর ও নলডাঙ্গা আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুলসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রংপুরে ইয়াবাসহ একজন গ্রেফতার ১
রংপুরে ইয়াবাসহ একজন গ্রেফতার ১
২৭ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:৪২:০৬




চাঁদপুর-২ আসনে ফয়জুন্নুরের গণসংযোগ
চাঁদপুর-২ আসনে ফয়জুন্নুরের গণসংযোগ
২৭ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:১৩:০১




Follow Us