নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জুলাই গণ-অভ্যুত্থানে আন্দোলন করেছি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেওয়া রাশেদ খান।

৭ জানুয়ারি বুধবার ঝিনাইদহে এক বক্তব্যে তিনি বলেন, “তারেক রহমানের নির্দেশনা মেনেই আমরা আন্দোলন করেছি।”


তিনি আরও জানান, “তারেক রহমান আমাকে ঝিনাইদহ-৪ আসনের দায়িত্ব দিয়েছেন।”
রাশেদ খান আশাবাদ ব্যক্ত করে বলেন, “বিএনপির তৃণমূল নেতাকর্মীরা আমাকে সমর্থন করবেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে বিজয়ী করবেন।”
ঝিনাইদহ-৪ আসনে দলের ঐক্যের বিষয়ে তিনি বলেন, “বিএনপির সব নেতাকর্মী তারেক রহমানের সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করবেন।” এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available