• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই মাঘ ১৪৩২ সকাল ১১:৩৬:৪৪ (23-Jan-2026)
  • - ৩৩° সে:

সংসদ নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা জানালেন কমিশন সচিব

২৩ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:৩৭:১৫

সংসদ নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা জানালেন কমিশন সচিব

ডেস্ক রিপোর্ট: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৬ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

Ad

২২ জানুয়ারি বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

Ad
Ad

ইসি সচিব বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে সবচেয়ে বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে ১৫ জন প্রার্থী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। আর সবচেয়ে কম প্রার্থী রয়েছেন পিরোজপুর-১ আসনে মাত্র ২ জন।

আখতার আহমেদ আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১৯৮১ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৪৯ জন, নারী প্রার্থী ৭৬ জন।

জানা গেছে, এর আগে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ৩৮ জন, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ৫৯ জন, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ২৯ জন, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ৭০ জন এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ৬৫ জন নারী প্রার্থী সরাসরি অংশ নিয়েছিলেন।

এবার রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। তাদের প্রার্থী সংখ্যা ২৮৮ জন। নিবন্ধিত ৯টি রাজনৈতিক দল কোনো প্রার্থী দেয়নি।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা আরও বাড়তে পারে কি না- এ প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আদালতের নির্দেশে শেষ মুহূর্তে কয়েকজন প্রার্থী অন্তর্ভুক্ত হয়েছেন। আদালত যেভাবে সিদ্ধান্ত দেবেন, সেটির ওপরই বিষয়টি নির্ভর করছে।

ইসি সচিব আরও বলেন, আমার টেবিলে এখন পর্যন্ত আদালতের নির্দেশনা রয়েছে। যদি আরও কিছু নির্দেশনা আসে, তাহলে প্রার্থীর সংখ্যা বাড়তে পারে। প্রার্থীর অন্তর্ভুক্তি শেষ মুহূর্ত পর্যন্ত হতে পারে। মাননীয় আদালত তাদের বিবেচনায় যতটুকু নির্দেশ দেবেন, আমরা তা অনুসরণ করব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বিপিএলের ফাইনালসহ টিভিতে আজকের খেলা
বিপিএলের ফাইনালসহ টিভিতে আজকের খেলা
২৩ জানুয়ারী ২০২৬ সকাল ১০:৫২:২৩



কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি
কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি
২৩ জানুয়ারী ২০২৬ সকাল ১০:২৪:৪৯




Follow Us