• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে পৌষ ১৪৩২ রাত ০২:৩২:০৩ (12-Jan-2026)
  • - ৩৩° সে:

দিনের ভোট রাতে হওয়ার সংস্কৃতি বন্ধ করতেই গণভোটের পথে হাঁটছি: আলী রিয়াজ

১১ জানুয়ারী ২০২৬ রাত ০৮:১৮:২৯

দিনের ভোট রাতে হওয়ার সংস্কৃতি বন্ধ করতেই গণভোটের পথে হাঁটছি: আলী রিয়াজ

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্র পরিচালনার মৌলিক সিদ্ধান্ত আর রাজনৈতিক দরকষাকষির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, জনগণের সরাসরি মতামতের মাধ্যমেই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রিয়াজ।

Ad

১১ জানুয়ারি রোববার দুপুরে বরিশাল বেলস পার্কে বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষ্যে আয়োজিত ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Ad
Ad

আলী রিয়াজ বলেন, দিনের ভোট রাতে হওয়ার সংস্কৃতি বন্ধ করতেই আমরা গণভোটের পথে হাঁটছি। এই দেশে কথায় কথায় সরকার বদলের যে পুরোনো ইতিহাস রয়েছে, তা থেকে বেরিয়ে আসতে হলে জনগণের রায়ই চূড়ান্ত হতে হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি সনদ প্রণয়ন করা হয়েছে। কয়েকটি দল এতে আরও দুটি প্রস্তাব যুক্ত করার কথা বলেছে, যা সনদে অন্তর্ভুক্ত রাখা হয়েছে। দলগুলো নির্বাচনে বিজয়ী হলে এসব বাস্তবায়নের বিষয়ে একমত হলেও, চূড়ান্ত বৈধতা আসবে কেবল জনগণের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের মাধ্যমে।

সংবিধান প্রসঙ্গে আলী রিয়াজ বলেন, বাংলাদেশের সংবিধান একাধিকবার রাজনৈতিক শক্তির প্রয়োগে পরিবর্তিত হয়েছে। ১৯৭৫ সালে মাত্র ১৭ মিনিটে সংবিধান সংশোধনের ইতিহাস রয়েছে। এক সময় জনগণের প্রবল দাবিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হলেও পরে তা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জোরে বাতিল করা হয়।

তিনি আরও বলেন, এই পর্যন্ত কোনো রাজনৈতিক দল মোট ভোটের ৫০ শতাংশ অর্জন করতে পারেনি। ফলে উচ্চকক্ষে প্রকৃত প্রতিনিধিত্ব ছাড়া সংবিধান সংশোধন করা গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক। গণভোটের মাধ্যমে রাজনৈতিক দলের বাইরের বিপুল জনগোষ্ঠীর মতামত নেওয়াই তাই অপরিহার্য।

রাষ্ট্রক্ষমতার সীমা নির্ধারণের প্রসঙ্গে আলী রিয়াজ বলেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকলে তা ব্যক্তিকেন্দ্রিক হয়ে ওঠে এবং নিপীড়নের ঝুঁকি বাড়ে। এ কারণেই সব রাজনৈতিক দল একমত হয়েছে যে, কোনো ব্যক্তি টানা ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না।

রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, এই দেশে আমরা ক্ষমা প্রদর্শনের নামে বিচার ব্যবস্থার সঙ্গে তামাশা হতে দেখেছি। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে ক্ষমা প্রদান করেন- বাস্তবতা হলো, ক্ষমার সিদ্ধান্ত আসে অন্য জায়গা থেকে।

তিনি বলেন, বাংলাদেশের প্রায় ১৩ কোটি ভোটারের সবাই রাজনৈতিক দলের কর্মী নন। রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ, আর তাদের মতামত শোনার সবচেয়ে কার্যকর ও গণতান্ত্রিক পদ্ধতি হলো গণভোট।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) সিনিয়র সচিব পদমর্যাদার মনির হায়দার এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন। সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ইসিতে দ্বিতীয় দিনের আপিলে ৫৭ জন বৈধ
ইসিতে দ্বিতীয় দিনের আপিলে ৫৭ জন বৈধ
১১ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৪৩


মুসাব্বিরকে হত্যার কারণ জানালেন ডিবিপ্রধান
মুসাব্বিরকে হত্যার কারণ জানালেন ডিবিপ্রধান
১১ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:০৮:০০



মানিকগঞ্জে প্রসূতির মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ
মানিকগঞ্জে প্রসূতির মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ
১১ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:১৭:১২


Follow Us